জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেনের রাজধানী কিয়েভে সফরের মধ্যেই ওই শহরে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। ওই সফরে আন্তোনিও গুতেরেস ইউক্রেন ইস্যুতে তার নিজের সংস্থার নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছেন। খবর বিসিসির।
আন্তোনিও গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদ ইউক্রেনের যুদ্ধ প্রতিরোধ করতে বা থামাতে ব্যর্থ হয়েছে। বিষয়টিকে ‘বড় ধরনের হতাশা ও ক্রোধ সঞ্চারক’ বলে উল্লেখ করেন তিনি।
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘খুব স্পষ্ট করে বললে (নিরাপত্তা পরিষদ) এ যুদ্ধ ঠেকাতে ও শেষ করতে যা করা দরকার ছিল, তা করতে ব্যর্থ হয়েছে।’
আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন। গুতেরেসের বক্তব্যের আগে নিরাপত্তা পরিষদের সমালোচনা করেন জেলেনস্কি।
এরপর জাতিসংঘের মহাসচিব বলেন, ‘আমি এখানে আপনাকে (জেলেনস্কি) ও ইউক্রেনের জনগণকে বলতে এসেছি যে, আমরা হাল ছাড়ব না।’