আল আকসায় রমজানের শেষ জুম্মায়ও ইসরাইলের হামলা, আহত ৪২

২৯ এপ্রিল ২০২২

পবিত্র রমজানের শেষ জুম্মায় ফিলিস্তিনের আল আকসা মসজিদে সামরিক অভিযান চালিয়েছে দখলদার ইসরাইল। এতে অন্তত ৪২ জন ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার।

 

স্থানীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, অধিকাংশ আহতই শরীরের উপরিভাগে আঘাত পেয়েছেন। আহতদের মধ্যে ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।  

 

ইসরায়েল পুলিশের অভিযোগ, মসজিদে নামাজ পড়তে আসা ফিলিস্তিনিরা পাথর ও দাহ্য জাতীয় জিনিস ছোড়ার পরই ইসরায়েলি বাহিনী আল আকসায় প্রবেশ করে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুই জন পাথর ছুড়েছে, আরেকজনের বিরুদ্ধে ‘বোমা’ ছোড়ার অভিযোগ এনেছে পুলিশ।

 

যদিও প্রতিবারের মতোই এবারও রমজান মাস ঘিরে আল আকসায় অভিযানের হার বাড়ায় পুলিশ। মুসলিমদের পবিত্র এ মাসের শুরু থেকে আল আকসা সংঘাত বড় আকার ধারণ করে। এ সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত কয়েকশ’ ফিলিস্তিনি আহত হয়েছেন।

 


মন্তব্য
জেলার খবর