সালমানের সাথে একই সিনেমায় পাঞ্জাবের ক্যাটরিনা

২৯ এপ্রিল ২০২২

বিগ বস ১৩ বদলে দিয়েছে শেহনাজ গিলের জীবন। বিগ বসের ঘরে তার মিষ্টি স্বভাবে মুগ্ধ হয়ে যান দর্শকেরা। রাতারাতি লাইমলাইটে চলে আসেন শেহনাজ গিল। অপরূপ সুন্দর শেহনাজ নিজেই জানান যে তাকে সবাই পাঞ্জাবের ক্যাটরিনা বলে ডাকেন। তবে তার রূপ নয়, তার সারল্যে মজে যায় সকলেই। শোনা যাচ্ছে, সালমান খানের ‘কাভি ইদ কাভি দিওয়ালি’তে দেখা যাবে শেহনাজ গিলকে।

 

আগামী বছর ঈদে মুক্তি পাবে সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। এ ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করবেন পূজা হেগড়ে, আয়ুশ শর্মারা। এ ছবির গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন শেহনাজ গিল। ছবিতে আয়ুশ শর্মার বিপরীতে দেখা যাবে শেহনাজকে। তবে ঠিক কেমন চরিত্রে দেখা যাবে তাকে তা এখনও অজানা। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র হাত ধরেই বলিউডের পর্দায় অভিষেক হবে শেহনাজের।

 

সূত্র: জিনিউজ


মন্তব্য
জেলার খবর