ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্র পরিচালিত সম্প্রচার মাধ্যম রেডিও লিবার্টির এক সাংবাদিক নিহত হয়েছেন। কিয়েভে জাতিসংঘ মহাসচিবের সফরকালে এ হামলা হয় বলে শুক্রবার জানিয়েছে সংবাদ মাধ্যমটি। খবর রয়টার্সের।
প্রাগ-ভিত্তিক রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি (আরএফই/আরএল) বলেছে, বৃহস্পতিবারের হামলায় একটি আবাসিক ভবনের নিচের দুটো তলা ধ্বংস হয়ে যাওয়ার পর ধ্বংসাবশেষ থেকে শুক্রবার সকালে সাংবাদিক ও প্রডিউসার ভিরা হাইরিচের লাশ উদ্ধার করা হয়।
ভিরা ২০১৮ সাল থেকে রেডিও লিবার্টিতে কাজ করে আসছিলেন। এর আগে তিনি ইউক্রেনের প্রথম সারির টিভি চ্যানেলগুলোতে কাজ করেছিলেন। কিয়েভে তিনি যে বাড়িতে থাকতেন, সেখানেই ক্ষেপণাস্ত্র হামলায় তিনি মারা যান।
কিয়েভের কেন্দ্রস্থলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় ভিরা বিছানায় ঘুমাতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো।
তিনি বলেন, ‘রাশিয়ার নৃশংসতা ধারণাতীত। আমরা ভিরা ও অন্যান্য নিরীহ ইউক্রেনীয় হত্যার নিন্দা জানাতে মিডিয়া সংগঠনগুলোকে আহ্বান জানাচ্ছি।’
রেডিও লিবার্টির সম্পাদকীয় বোর্ড এক বিবৃতিতে ভিরার মৃত্যুতে তার পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাকে সত্যিকারের একজন পেশাজীবী, বুদ্ধিদীপ্ত ও দয়ালু ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হবে বলে জানিয়েছে।