ধর্ষণ চেষ্টা মামলায় গ্রাম পুলিশ শ্রীঘরে

১১ মার্চ ২০২২

এমএ জিন্নাহ, চাটমোহর (পাবনা):

পাবনার চাটমোহরে এক গৃহবধূর করা ধর্ষণ চেষ্টার মামলায় বেলাল হোসেন সরদার নামের এক গ্রাম পুলিশকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মামলা হওয়ার পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

বেলাল হোসেন সরদার উপজেলার ছাইকোলা ইউনিয়নের খারাপাড়া গ্রামের আবু জাফর সরদারের ছেলে। ছাইকোলা ইউনিয়ন পরিষদ তার কর্মস্থল। মামলার বাদির বাড়ি ছাইকোলা গ্রামের আরেক পাড়ায়।

এলাকাবাসী জানায়, বুধবার রাতে ওই গৃহবধূর বাড়ি যায় বেলাল হোসেন। এর কিছু সময় পর গৃহবধূসহ তাকে আটক করে তাদের লাঞ্ছিত করেন বেরসিক স্থানীয়রা। খবর পেয়ে তাদের সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। বেলাল হোসেন যখন ওই গৃহবধূর বাড়ি যায়, তখন তার স্বামী বাড়ি ছিলেন না। বেলাল হোসেন বিবাহিত বলে জানা গেছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় বেলাল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা করেছে ওই গৃহবধূ।

মহিদুল খান


মন্তব্য
জেলার খবর