ঈদে পাঁচ নাটকের গানে পড়শী

৩০ এপ্রিল ২০২২

এবারের ঈদে পাঁচটি নাটকের গান নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এছাড়া এবার একটি নাটকে অভিনয়ও করেছেন তিনি। যেখানে তাকে কলকাতার অভিনেতা ঋষি কৌশিকের সঙ্গে দেখা যাবে।

 

ঈদের পাঁচটি নাটকে গান গেয়েছেন পড়শী।  এরমধ্যে ‘নসিব’ নাটকের একটি গানে পাওয়া যাবে তাকে। নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। এতে পড়শী গেয়েছেন ‘একটা গল্প শোন’ শিরোনামের গান। তার সহশিল্পী আভরাল সাহির। এম এ আলম শুভর লেখা গানটির সুর-সংগীতও করেছেন তিনি। এটি দেখা যাবে সুলতান এন্টারটেইনমেন্ট চ্যানেলে।

 

এছাড়া মাহমুদ মাহিনের ‘হাঙর’ নাটকেও গেয়েছেন পড়শী। অভিনয়ে আছেন মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি। গানের শিরোনাম ‘আকাশ হবো তোমার’। এটি লেখা, সুর-সংগীতের পাশাপাশি পড়শীর সঙ্গে কণ্ঠও দিয়েছেন আভরাল সাহির। এই নাটকটিও আসবে সুলতান এন্টারটেইনমেন্টে। জাকারিয়া  সৌখিন পরিচালিত ‘ওয়েডিং’  নাটকে পড়শী ও আভরাল সাহির জুটি হয়ে গেয়েছেন ‘পারবো না’ শিরোনামের গান। লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতে আভরাল সাহির। নাটকটি দেখা যাবে সিএমভি ইউটিউব চ্যানেলে। ‘মারিয়া ওয়ান পিস’ নাটকে ‘এই প্রথমবার’ শীর্ষক গানে কণ্ঠ দিয়েছেন পড়শী। লিখেছেন এম এ আলম শুভ। সুর-সংগীতে আভরাল সাহির। এটি দেখা যাবে আরটিভিতে। এছাড়াও মহিদুল মহিমের ‘প্রিয়জন’ নাটকে পড়শী ও সাগর গেয়েছেন ‘তবে চল বলি এই পৃথিবীটাকে’ শিরোনামের গান। স্নেহাশিষ ঘোষের লেখা গানটির সুর করেছেন ইমরান মাহমুদুল। সংগীতায়োজনে তন্ময়। ঈদে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রচার হবে এটি।

 

পড়শী বলেন, এ পাঁচ গান আমার পক্ষ থেকে ঈদে ভক্ত- শ্রোতাদের জন্য উপহার। প্রতিটি গানই আলাদা ধরনের। আশা করছি ভালো লাগবে সবার।


মন্তব্য
জেলার খবর