অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: ওবায়দুল কাদের

৩০ এপ্রিল ২০২২

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেসব পরিবহণে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, কোনো পরিবহণ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য বাস মালিক ও শ্রমিকদের বলা হয়েছে। বাস মালিকরা অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা অস্বীকার করলেও অভিযোগ যেহেতু আসছে, তাহলে অবশ্যই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।  

এবারের ঈদ যাত্রা স্বস্তিতেই কাটবে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার দেশের সড়ক ও মহাসড়কের অবস্থা ভালো। পরিবহণগুলো নির্বিঘ্নভাবে চলাচল করছে। সড়ক আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর আছে।

এমকে


মন্তব্য
জেলার খবর