ঈদের চাঁদ দেখা গেলে জানাতে হবে

৩০ এপ্রিল ২০২২

রোববার (১ মে) বাংলাদেশের আকাশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে সবাইকে আহবান জানানো হয়েছে। এ দিন শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা হবে। শনিবার (৩০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭- এসব টেলিফোন নাম্বারে জানাতে হবে। আররি বর্ষপঞ্জি অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিনটি ঈদুল ফিতর হিসেবে পালিত হয়। এ বর্ষপঞ্জির চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

এমকে


মন্তব্য
জেলার খবর