কিডনি দিয়েও সন্তানকে বাঁচাতে পারলেন না মা!

৩০ এপ্রিল ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

নিজের সন্তানকে বাঁচাতে নিজের কিডনি দিতে একবারও দ্বিধাগ্রস্ত হননি এক মা। কিন্তু সেই কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হলেও বাঁচতে পারেনি তার বড় সন্তান। কিডনি প্রতিস্থাপনের ৮ দিনের মাথায় ষ্ট্রোক পরবর্তী আধাঘণ্টার মধ্যেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।  হৃদয়স্পর্শী এ ঘটনা পাবনার চাটমোহরের।

জানা গেছে, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বেজপাড়া গ্রামের আজিজল হক মোল্লার বড় ছেলে মনিরুজ্জামান রিপন (৩৮) দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। গত ২১' এপ্রিল ঢাকার একটি কিডনি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়। অপারেশন পরবর্তী মা-ছেলে চিকিৎসাধীন ছিলেন সেখানেই। এ অবস্থায় ২৯ এপ্রিল (শুক্রবার) ভোরের দিকে স্ট্রোক করেন রিপন। তাৎক্ষণিক তাকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু  চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। তার মা এখনো চিকিৎসাধীন।

 

এম এ জিন্নাহ/মহিদুল খান


মন্তব্য
জেলার খবর