৭ মে আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা

৩০ এপ্রিল ২০২২

আগামী ৭ মে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা ডাকা হয়েছে। গণভবনে এ সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভা ডেকেছেন। ১৩ মে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক হওয়ার কথা আছে। তবে কয়টায় বৈঠকগুলো শুরু হবে, সেটা নির্ধারণ হয়নি এখনো।

এর আগে গত ১৯ নভেম্বর দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আগামী ডিসেম্বর মাসেই শেষ হবে আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ। তাই ৭ মে- এর বৈঠকে জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারিত হতে পারে বলে একাধিক নেতা জানিয়েছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর