মন্তব্য
দেশে গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কম করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ১৯ জন। তবে গত দু’দিনেই কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের শনিবার ও শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন। সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৫ হাজার ৪০৪ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৯০ হাজার ৪৬৬টি। শনাক্তের হার ১৩ দশমিক ৯৬।
গত ২৪ ঘণ্টায় ২৫৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন । নমুনা সংগৃহীত হয়েছে দুই হাজার ৯৩৭টি,পরীক্ষা হয়েছে দুই হাজার ৯৩৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৫৮।
এমকে