জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে এ জামাত। এ মসজিদে মোট ৫ ধাপে হবে ঈদের জামাত। চাঁদ দেখা সাপেক্ষ ২ বা ৩ মে সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
বায়তুল মোকাররমে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯ টাকায়, চতুর্থ জামাত এর এক ঘণ্টা পর ১০ টায় আর শেষ জামাত হবে পৌনে এগারোটায়। প্রথম জামাতে বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, চতুর্থ জামাতে ইমাম মাওলানা এহসানুল হক ও পঞ্চম জামাতে পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম ইমামতি করবেন। তবে কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা মো. আব্দুল্লাহ।
এমকে