মন্তব্য
পবিত্র শাওয়াল মাসের চাঁদ রোববার (১ মে) দেখা না গেলে আগামীকাল সোমবার (২ মে) ট্রেনের টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। এ দিনে সোমবার ও মঙ্গলবারের টিকিট পাওয়া যাবে। এমন তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন কমলাপুর স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার।
কমলাপুর স্টেশনের ম্যানেজার জানান, টিকিট বিক্রি সংক্রান্ত সব সিদ্ধান্তই চাঁদ দেখার ওপর নির্ভর করবে। সোমবার ঈদ না হলে এ দিনে অনলাইন এবং কাউন্টার থেকে টিকিট নিতে পারবেন যাত্রীরা। এদিকে রেল কর্তৃপক্ষ বলছে, ঈদের দিনে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। স্পেশাল ট্রেনের টিকিট কেবল স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে।
এমকে