২৪ ঘণ্টায় ৫ করোনা রোগীর মৃত্যু

১১ মার্চ ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জন করোনা রোগী মারা গেছেন। নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত হয়েছে ২৫৭ জনের। আর মোট শনাক্ত হওয়া রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৯ জন। শুক্রবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে  মোট ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১০৫ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন। এক কোটি ৩৬ লাখ ১৪ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ৮৬ শতাংশ নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। নমুনা সংগৃহিত হয়েছে ১৩ হাজার ৮৬০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৮০১টি।  মৃত্যুবরণকারীদের ৫ জনই পুরুষ। তাদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা, মারা গেছেন সরকারি হাসপাতালে, চিকিৎসাধীন ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর