মন্তব্য
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২৫ জন। তবে এ সময়ে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি। পাশাপাশি এ রোগ থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন । রোববার (১ মে ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ০ দশমিক ৯৫। নমুনা সংগৃহিত হয়েছে ২ হাজার ৭০৭ টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ৬৪৩টি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন। আর মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন করোনা রোগী। সুস্থ হয়েছেন১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন। এক কোটি ৩৯ লাখ ৯৩ হাজার ১০৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১৩ দশমিক ৯৫ শতাংশ নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এমকে