'ইউক্রেন যুদ্ধের ওপর ইউরোপের ভবিষ্যত নির্ভর করছে'

০১ মে ২০২২

মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু বলেছেন, ইউরোপের ভবিষ্যত নির্ভর করছে কীভাবে ইউক্রেনের যুদ্ধ শেষ হয় তার ওপর। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি মনে করি সমগ্র মহাদেশের (ইউরোপ) ভবিষ্যত ইউক্রেনের রাজনৈতিক ব্যবস্থা, এর দেশ ও স্থিতিস্থাপকতা বজায় রাখার ক্ষমতার উপর নির্ভর করছে। ”

রাশিয়া-ইউক্রেনের সংঘাতকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে মলদোভা। বিশেষ করে একজন সিনিয়র রুশ সামরিক কর্মকর্তা যখন বলেছেন যে রাশিয়ান বাহিনী দক্ষিণ ইউক্রেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

এ ধরনের পদক্ষেপ ট্রান্সনিস্ট্রিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে একটি স্থল করিডোরও খুলে দেবে, যেখানে রুশ সেনা বাহিনী নিযুক্ত রয়েছে।

ট্রান্সনিস্ট্রিয়া হচ্ছে মলদোভা ও ইউক্রেনের মধ্যবর্তী প্রায় চার লাখ ৭০ হাজার মানুষের ভূখণ্ড। ১৯৯২ সালের মলদোভার সঙ্গে যুদ্ধের পর থেকে সেখানকার নিয়ন্ত্রণ বিচ্ছিন্নতাবাদীদের অধীনে।খবর আল-জাজিরার।


মন্তব্য
জেলার খবর