ঈদে ঢাকা ছেড়েছে ৭৩ লক্ষাধিক সিমের গ্রাহক

০১ মে ২০২২

ঈদ উদযাপনে গত কয়েক দিনে রাজধানী ঢাকার বাইরে গেছেন ৭৩ লাখের বেশি সচল মোবাইল সিমের গ্রাহক। এর মধ্যে গত দুই দিনেই গেছে ৪৩ লাখের বেশি গ্রাহক। রোববার (১ মে) ফেসবুকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার সিম। এর আগের দু’দিনে যাওয়া এ সংখ্যা আনুমানিক ৩০ লাখ। মোবাইল অপারেটরদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর