সারারাত ঘুমাতে পারেন না আমির কন্যা

০২ মে ২০২২

বলিউড সুপার স্টার আমির খান। তার কন্যা ইরা। বেশ কয়েক বছর আগে মানসিক সমস্যা বেশ ভুগিয়ে ছিল তাকে। ফের সেই একই রকম সমস্যায় ভুগছেন তিনি। সারারাত ঘুমাত পারেন না। প্রতিরাতে আতঙ্কে থাকেন। ভয়ে যেন দম বন্ধ হয়ে আসে।

 

ইনস্টাগ্রামে অকপটে নিজের মানসিক অবসাদের কথা শেয়ার করে নিলেন সকলের সঙ্গে। কেবল তাই নয়, তার অনুরাগীদের প্রশ্ন করলেন, তাদেরও একই রকম প্যানিক অ্যাটাক হয় কি না।

 

দীর্ঘ সময় ধরে গোসল করলে মানসিকভাবে সুস্থ বোধ করেন। তাই গোসল করে এসে ভেজা চুলে ঘরের জামা পরে একটি ছবি পোস্ট করলেন আমির-রীনা দত্তের কন্যা। সঙ্গে লিখেছেন লম্বা পোস্ট।

 

ইরা লিখেছেন, “প্যানিক ও প্যানিক অ্যাটাক ভিন্ন। অ্যাংজাইটি ও অ্যাংজাইটি অ্যাটাক ভিন্ন। আমার এখন অ্যাটাক হচ্ছে। এটা আগের বারের থেকে একেবারে আলাদা। আমার মনোরোগ বিশেষজ্ঞকে জানিয়েছি। আগে যেটা মাসে দু’একবার হত, তা এখন রোজ হচ্ছে। বিশেষ করে রাতে। তাই ঘুম হচ্ছে না। বুক ধড়ফড় করছে। দম বন্ধ হয়ে আসছে। মাঝে মাঝেই কেঁদে উঠছি। মনে হচ্ছে, খুব খারাপ কিছু একটা ঘটবে। ভীষণ আতঙ্ক হচ্ছে।”

 

ইরা তার অনুরাগীদের কাছে জানতে চাইলেন, আর কারও এ রকম কিছু হয় কি না। তাতে খানিক সাহায্য পেতে পারেন তিনি। ইরার আর্জি, “আমি ঘুমোতে চাই!”

 

যখন অ্যাটাক শুরু হয়, সেটি উত্তরোত্তর বাড়তে থাকে। নিজের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ইরা। কী জন্য আতঙ্ক হচ্ছে, তার কারণ খোঁজার চেষ্টা করেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর