দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্র রুখে দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে আরও সক্রিয় করার মাধ্যমে জনগণকে সংগঠিত করতে হবে। ১৪ দলীয় জোটের এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন জোটের নেতারা। ‘ঐতিহাসিক ৭ মার্চ’ উপলক্ষ্যে শুক্রবার এ সভা হয়।
জোট নেতারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। সেটাকেও বাধাগ্রস্ত করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে ১৪ দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে এখন থেকেই দলকে মাঠে নামতে হবে।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও জোটের মুখপাত্র আমির হোসেন আমু। বক্তব্য দেন— দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার প্রমুখ।
এমকে