চিরচেনা রূপে উদযাপিত হচ্ছে ঈদ

০৩ মে ২০২২

সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ মঙ্গলবার (৩ মে)। করোনার কারণে দুই বছর উৎসবহীন থাকার পরে এবার আগের রূপে ফিরেছে ঈদ। এবার ঈদের ঘোরাঘুরি ও কোলাকুলিতে নেই কোনও বিধিনিষেধ। ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছে জানিয়েছেন। পাশাপাশি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিকসহ দেশের বিশিষ্ট নাগরিকরা। সোমবার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি সেদিনই জানিয়ে দেয়- মঙ্গলবার শুরু হবে শাওয়াল মাস, দেশে উদযাপিত হবে ঈদ।

হিজরি বর্ষপঞ্জি চাঁদ দেখার উপর নির্ভরশীল। ইসলামের শরীয়াহ অনুযায়ী, রমজান মাস শেষে শাওয়াল মাসের প্রথম দিনটি ঈদুল ফিতর পালিত হয়। করোনার কারণে গত দুই বছর জামাত না হলেও এবছর ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে হবে, সকাল নয়টায়। সাধারণত রাষ্ট্রপতি এ জামাতে নামাজ আদায় করেন। কিন্তু করোনার কারণে গত দুই বছরের মতো এবারও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন। বঙ্গভবনে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৯টায়। আর প্রতি বছরের মতো  জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫ ধাপে হবে এ জামাত। প্রথম জামাত সকাল ৭টায়, এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে  হবে বাকি জামাত।

এবার সরকারিভাবে ঈদের ছুটি ২ মে শুরু হয়েছে। শেষ হবে ৪ মে। তবে সাপ্তাহিক ও মে দিবসের ছুটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত হওয়ায় ছুটির দিন দাঁড়িয়েছে প্রায় এক সপ্তাহ। ফলে চাকরিজীবীদের বেশিরভাগই গ্রামে ঈদ আনন্দ উপভোগ করছেন। এদিকে ঈদের ছুটিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে  জোরালো পদক্ষেপ নিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান টহল ছাড়াও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, জনসাধারণের নিরাপত্তাকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোথাও কোনও ধরণের হুমকি নেই। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কোনও ঘাটতি নেই ।

এমকে


মন্তব্য
জেলার খবর