মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ১০ জন। এ সময়ে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। তবে মোট আক্রান্তের মধ্যে ২৫২ জন সুস্থ হয়েছেন। বুধবার (৪ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
অধিদফতরের হিসাবে, এ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৬৬১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৬৫৩টি। ০ দশমিক ৬০ শতাংশ নমুনায় রোগটি শনাক্ত হয়।
অধিদফতর বলছে, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৪৩ জনে। এর মধ্যে ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থের সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৬ হাজার ৫৩১ জনে। ১ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৯৫।
এমকে