মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বিদ্যুৎস্পৃষ্টে মিরাজ (২৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৪ মে) সকাল সাড়ে ৮ দিকে পশ্চিম এওয়াজপুর হোসাইনিয়া মাদ্রাসা সংলগ্ন তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। মিরাজ ওই এলাকার কাওছার মিয়ার ছেলে।
জানা যায়, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত অটোরিক্সার ব্যাটারী চার্জ দেন মিরাজ। বুধবার সকালেও এ কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষন থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ দাস বলেন, এ দুর্ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে