সব কিছু দলীয়করণের ঘনকালো আলখেল্লায় ঢাকা হয়েছে: রিজভী

০৪ মে ২০২২

বর্তমান সরকার দেশের আইন, আদালত, বিচার ও প্রশাসন- সব কিছু দলীয়করণের ঘনকালো আলখেল্লায় ঢেকে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানিয়েছেন, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সংসদ সদস্য হাজী সেলিম আদালতে আত্মসমর্পণ না করেই নির্বিঘ্নে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। তার এ ঘটনায় প্রমাণিত হয়েছে- ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীদের কাছে আদালত অসহায়।

বুধবার (৪ মে) রাজধানী ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। রিজভী বলেন, র‌্যাব-পুলিশ যেভাবে বিরোধী দল-মতের মানুষের পেছনে লেগে আছে, দৃশ্যত আদালতের ভূমিকাও প্রায় একই ধরণের।  প্রশ্ন রেখে রিজভী বলেন, আইনমন্ত্রী জানিয়েছেন-  খালেদা জিয়া দণ্ডিত আসামি। তাই চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই তার। তাহলে হাজী সেলিমের সেই সুযোগ হলো কীভাবে? আইন সবার জন্য সমান হলে কোন আইনে সাজাপ্রাপ্ত হাজী সেলিম চিকিৎসার জন্য বিদেশ গেলেন? বেগম খালেদা জিয়ার জন্য এক আইন, আর হাজী সেলিমের জন্য অন্য আইন কোন সংবিধানে,  গ্রন্থে আছে?- যোগ করেন বিএনপির এ নেতা।

প্রসঙ্গত, দুর্নীতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত সংসদ সদস্য হাজী সেলিম চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন- এমন খবর সোমবার গণমাধ্যমে প্রকাশ হয়।  সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, আবদুস সালাম আজাদ, তারিকুল ইসলাম তেনজিং, আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর