মন্তব্য
এবার ইসরায়েলি বাহিনী বিরুদ্ধে ফিলিস্তিনের জেরুসালেমে পবিত্র আল-আকসা মসজিদের মাইক বন্ধের অভিযোগ পাওয়া গেল। জেরুসালেমের ইসলামিক দাওয়া বিভাগের অভিযোগ, মঙ্গলবার মাগরিবের আজান প্রচারে বাধা সৃষ্টি করেছে ইহুদিবাদি সেনারা।
ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট। বলা হয়েছে, নামাজ বন্ধ রাখতে দখলদার সেনাবাহিনী আল-আকসা মসজিদের মাইক বন্ধ করে দেয়।
এদিকে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরেই সংঘর্ষে জড়াচ্ছে ইহুদিবাদি সেনারা।
গত শুক্রবার পবিত্র মাহে রমজানের শেষ জুমার নামাজ অর্থাৎ জুমাতুল বিদায় অংশ নিতে আসা মুসল্লিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে ৪২ জন আহত হন।