দেশে ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় আজকে নিম্নবিত্ত-মধ্যবিত্ত, মধ্য ও নিম্নআয়ের মানুষ অসহায় হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অথচ এ সরকারের কিচ্ছু গায়ে লাগে না। তাদের মন্ত্রীরা সুন্দর পোশাক পড়ে, চমৎকার জায়গায় এদিকে-ওদিকে ফুল নিয়ে বসে বক্তৃতা-বিবৃতি দেয়। বলেন, সারা বিশ্বেই দাম একটু বাড়ছে, সেই সঙ্গে আমাদের ক্রয়ক্ষমতা বাড়ছে। শুক্রবার (১১ মার্চ) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে কৃষক দল।
বিএনপির মহাসচিব বলেন- যারা দাম বাড়াচ্ছেন, তারা আওয়ামী লীগের লোক। দাম বৃদ্ধির পেছনে তাদের চুরি করাকে দায়ী করছেন মির্জা ফখরুল। সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হাসান জাফির তুহিন। এ সময় ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের নেতা টিএস আইয়ুব, মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমকে