মন্তব্য
দেশে করোনায় সংক্রমিত কেউ গত ২৪ ঘণ্টায় মারা যায়নি। তবে এ সময়ে রোগটি শনাক্ত হয়েছে চার জনের। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে ২৫৭ জন সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এ নিয়ে টানা ১৪ দিন কোনো করোনা রোগী মারা যাননি দেশে। মোট করোনা রোগীর মৃত্যুর সংখ্যা আগের মতোই রয়েছে- ২৯ হাজার ১২৭ জন। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জনে। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ২ হাজার ২২৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ২১২টি। শনাক্তের হার ০ দশমিক ১৮। এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ১ হাজার ১৩৭টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৯৫।
এমকে