দেশের বাজারে কেজি প্রতি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের (অটোগ্যাস) দাম কমানো হয়েছে। এলপিজির ক্ষেত্রে ৮ টাকা ৬৮ পয়সা আর অটোগ্যাসের ক্ষেত্রে ৪ টাকা ৯৯ পয়সা কমানো হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বিইআরসি। আন্তর্জাতিক বাজারের দাম এবং ডলারের বিপরীতে টাকার মূল্যায়নের উপর ভিত্তি করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মে মাসের জন্য এ দর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে পরপর তিন মাস দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বিইআরসি।
ঘোষণা অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১১১ টাকা ২৬ পয়সা আর অটোগ্যাসের দাম ৬২ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড) এলপিজির দাম কেজি ১১৬ টাকা ৭০ পয়সা থেকে কমিয়ে ১০৮ টাকা ০২ পয়সা করা হয়েছে। বাসাবাড়িতে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১০৪ টাকা- ১ হাজার ৪৩৯ টাকার পরিবর্তে বিক্রি হবে এখন ১ হাজার ৩৩৫ টাকায়। আর ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এমকে