নড়াইলে শিক্ষকদের মানববন্ধন

১১ মার্চ ২০২২

নড়াইল প্রতিনিধি:

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা প্রদানসহ পাঁচদফা দাবি আদায়ে মানববন্ধন করেছেন নড়াইলের মাধ্যমিক স্তরের শিক্ষকরা। শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে নড়াইল প্রেসক্লাবের সামনে এ  মানববন্ধন হয়। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ নড়াইল সদর উপজেলা শাখা।

মানবন্ধন চলাকালে বক্তব্য দেন- জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধ্রব কুমার ভদ্র, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য দীলিপ সাহা, সদর উপজেলা শাখার সভাপতি প্রশান্ত কুমার দত্ত, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ।

ফরহাদ খান/এমকে


মন্তব্য
জেলার খবর