করোনা মহামারিতে সারাবিশ্বে কমপক্ষে দেড় কোটি মানুষ প্রাণ হারিয়েছেন, যা বর্তমান পরিসংখ্যানের প্রায় দ্বিগুণ। সম্প্রতি একটি সমীক্ষায় এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
মূলত গাণিতিক মডেলের সাহায্যে করা এ সমীক্ষায় বিশেষজ্ঞদের দাবি, দু’বছরের নিরিখে এ মৃত্যুর হার স্বাভাবিকের থেকে ১৩ শতাংশ বেশি। হু এ-ও দাবি করেছে যে, বহু দেশই মৃত্যুর আসল পরিসংখ্যান প্রকাশ করেনি। ফলে, বাস্তবে মৃত্যুর সংখ্যা হতে পারে আরও বেশি।
ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা সরকারি পরিসংখ্যানের থেকে অন্তত ১০ গুণ বেশি বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তবে হু-র এ দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ভারত। এক বিবৃতি প্রকাশ করে ভারত জানিয়েছে, গাণিতিক মডেলের সমীক্ষা ব্যবহার করে অতিরিক্ত মৃত্যু দেখানো হচ্ছে। রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার তরফ থেকে ঠিক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।