বিশ্বে বাংলাদেশ কোনও আইসোলেটেড আইল্যান্ড না উল্লেখ করে সয়াবিন তেল প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- তেল, জ্বালানিসহ সবকিছুর দামই সারাবিশ্বে ঊর্ধ্বমুখী। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে, কিছু করার নেই। শুক্রবার (৬ মে) সাংবাদিকদের এ কথা বলেন। সয়াবিনের দাম বৃদ্ধির পেছনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবকে দায়ী করেন মন্ত্রী। রাজধানী ঢাকার সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ লিংক রোড সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সেতুমন্ত্রী।
মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। সংকট আসবেই, পৃথিবীতে চলতে গেলে সংকট আসবেই। সেই সংকট মোকাবিলা করার মতো সততা ও সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে এবং তিনি তা করে দেখিয়েছেন।
এমকে