‘কফি উইথ কর্ণ’র একটি পর্বে যোগ দিয়েছিলেন বছর কুড়ির আলিয়া। সঙ্গে বরুণ ধাওয়ান। সেখানেই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর নায়িকাকে জিজ্ঞেস করা হয় তার প্রেম-জীবনের হালহকিকত। আর তখনই বোমা ফাটান রণবীর-ঘরনি। বলেন সতেরো বছর বয়সের মধ্যেই নাকি তার দু-দুটো প্রেম করা হয়ে গিয়েছিল। হতবাক হয়ে যান কর্ণ।
আলিয়া তখনই ফাস করেন, তার জীবনের প্রেমের শুরু ষষ্ঠ শ্রেণিতে। শুনে চক্ষু চড়কগাছ সঞ্চালক কর্ণ ও বরুণের।
আলিয়া বলেন, ‘‘ঠিক প্রেম নয়, আসলে তখন ক্লাসের একটা ছেলেকে দারুণ লাগত। ওরও ভালো লাগত আমাকে। আমরা দু’জনেই দু’জনের দিকে তাকিয়ে হাসতাম। ওইটুকুই। তবে হ্যাঁ, ঠিকঠাক প্রেম করা শুরু করি ক্লাস টেনে উঠে।’’
‘‘ক্লাস টেনের সেই প্রেম ছিল গভীর। আমরা সত্যিই একে অপরকে ভালোবাসতাম। তবে দু’বছর পরে সেই সম্পর্ক ভেঙে যায়। আমার প্রেমিকই ছেড়ে চলে যায় আমাকে!’’ বলেন আলিয়া।
আরআই