দেশের মানুষ যখন আনন্দ পায়, তখন বিএনপি কষ্ট পায়; তাদের গায়ে জ্বালা হয়। এবারের ঈদযাত্রা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের প্রসঙ্গ টেনে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৬ মে) রাজধানী ঢাকার সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ লিংক রোড সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সেতুমন্ত্রী।
ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঘরমুখো মানুষের ভোগান্তি হয়নি। যে কারণে ঈদটা ভালোই কেটেছে। ভোগান্তির না হওয়ার কারণ হিসেবে বলেন, প্রথমতো সড়কের অবস্থা অতীতের যে কোনও সময়ের চেয়ে ভালো। দ্বিতীয়ত হাইওয়ে পুলিশ, মালিক শ্রমিক, রোডস অ্যান্ড হাইওয়ে- সবাই সবার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। তাছাড়া উত্তরবঙ্গে রোডস অ্যান্ড হাইওয়ে নতুন প্ল্যান করে ব্যবস্থা করেছে। তিনটা ফ্লাইওভার করা হয়েছে। এ কারণে এবার ঝুঁকিও কম ছিল।
এমকে