মন্তব্য
ঈদযাত্রা ও ঈদ উদযাপন মিলে গত ১০ দিনে (গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ) সড়ক দুর্ঘটনায় সারাদেশে মোটরসাইকেলের ৯৭ জন আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে ৫১ জনই ছিল অপ্রাপ্তবয়স্ক। রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। গণপরিবহনের বিকল্প হিসেবে মোটরসাইকেল ব্যবহৃত হওয়ায় মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে।
সংগঠনটি বলছে, এ সময়ে সারা দেশে ১৭৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহীসহ নিহত হয়েছেন মোট ২৪৯ জন। মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ৫৯ শতাংশ ছিল মোটরসাইকেল। এদিকে কেবল ১ মে থেকে ৫ মে পর্যন্ত ১১২টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৬ জনই ছিলেন মোটরসাইকেল আরোহী।
এমকে