দেশে সংবিধানসম্মতভাবে নির্বাচনকালীন সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা। আর সার্চকমিটির মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে। শুক্রবার (৬ মে) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা হয়।
কামরুল ইসলাম আরো জানান, নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনার থাকার বিষয়টি প্রত্যাখ্যানের কোনও সুযোগ নেই। বিএনপিকে ইঙ্গিত করে বলেন, গঠন পক্রিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা। এ সময় অহেতুক আন্দোলনের হুংকার না দিয়ে বিএনপিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন আওয়ামী লীগের এ নেতা।
এমকে