দাম বেশি নিলে করা যাবে অভিযোগ

১২ মার্চ ২০২২

দেশের বাজারে সয়াবিনসহ ভোজ্য তেলের দাম সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি নিলে সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন ক্রেতারা। মোবাইলের মাধ্যমে ১৬১২১ নম্বরে কল দিয়ে অভিযোগ করা যাবে। এ নম্বরে অভিযোগ দিলে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর, হটলাইন নম্বরটি তাদেরই। বেশি দাম নিলে ক্রেতাদের ওই নম্বরে কল দিয়ে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। শুক্রবার ( ১১ মার্চ) এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে, বোতলজাত সয়াবিন প্রতি লিটার ১৬৮ টাকা, ৫ লিটার ৭৯৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন ১৪৩ টাকা এবং পাম অয়েল ১৩৩ টাকা। গত ৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় এ দাম নির্ধারণ করে দেয়।

সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পরও কিছু ব্যবসায়ী বাড়তি দামে সয়াবিন বিক্রি করছেন বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে এ উদ্যোগ নিল জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

ভোক্তা অধিদফতরের পরিচালক বলেন, ভোজ্যতেলের সরকার নির্ধারিত দাম অনেকেই জানেন না। এ বিষয়ে ওয়াকিবহাল নয় তারা। এ বিষয়টি  প্রচার করা বেশি প্রয়োজন।

এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের জানিয়েছেন, রমজানকে সামনে রেখে বাজারে সয়াবিনসহ নিত্যপণ্যের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে বাজার।

এমকে


মন্তব্য
জেলার খবর