মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত ১০ জন শনাক্ত হলেও কেউ মারা যায়নি। পাশাপাশি ২১৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। শনিবার (৭ মে ) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৬৩৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ৬৫৬টি। এর মধ্যে ০ দশমিক ৩৮ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি ছিল।
অধিদফতরটি আরো জানায়, তাদের হিসাবে এখন পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জনে। এর মধ্যে ২৯ হাজার ১২৭ জন মারা গেছেন আর সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন। নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭ হাজার ২৪৮টি। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪।
এমকে