বিনা টিকিটের যাত্রী মন্ত্রীর আত্মীয় হলেও ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বলেছেন, তার আত্মীয় পরিচয় দেওয়ার ঘটনার জেরে টিটিই’র বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা তিনি জানতেন না। শনিবার (৭ মে) বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন তিনি।
এর আগে বুধবার (৪ মে) দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনে টিটিইর কাছে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন বিনা টিকিটের ৩ যাত্রী। বিনা ট্রেনে ভ্রমণ করায় তাদের এ সময় জরিমানা করেন কর্তব্যরত ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ঘটনার সঙ্গে নিজের কোনও সম্পর্ক নেই উল্লেখ রেলপথ মন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে আমার কোনও আত্মীয় জড়িত নন। ওদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছে।
বিনা টিকিটের কোনো যাত্রীকেই ছাড় দেওয়া হবে না উল্লেখ করে রেলপথ মন্ত্রী জানানা, কোনও রেল কর্মকর্তাও যদি যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন, তবে তাকেও শাস্তি পেতে হবে। মাঝেমধ্যেই টিটিই’রা বিভিন্নভাবে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন, হেনস্তা করেন। এমন অভিযোগ প্রায়ই পাওয়া যায়। লোকবল সংকটের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় না সব সময়। তবে একেবারেই ছাড় দিলে রেলের দুর্নাম হয়। তাই টিটিইদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়।
সাময়িক বরখাস্ত করা টিটিই প্রসঙ্গে নুরুল ইসলাম সুজন বলেন, ওই টিটিই বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন। সে কারণেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমকে