মন্তব্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক গন্তব্যে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বলেছেন, তার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে আছে। তিনি যে পথ ধরে চলছেন, এটা তার পিতার দেখানো পথ। শনিবার (৭ মে) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাঙালির আর্শিবাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিভিন্নভাবে বিশ্বকে পথ দেখাচ্ছে। তিনি বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে আরো গবেষণা করারও আহবান জানান এ সময়।
এমকে