ভোজ্যতেলর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

০৭ মে ২০২২

দেশে ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শনিবার (৭ মে) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানবন্ধনে বক্তারা ভোজ্যতেলসহ সব খাদ্যপণ্যের দাম কমানোর আহবান জানান। নাহলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানবন্ধনে সভাপতিত্ব করেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক।

এমকে

 


মন্তব্য
জেলার খবর