মন্তব্য
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, ইউক্রেনে যুদ্ধের কারণে আন্তর্জাতিকভাবে খাদ্যের দাম ৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
সংস্থাটি বলছে, এটা স্পষ্ট নয় যে যুদ্ধের কারণে ইউক্রেন এবার ফসল তুলতে পারবে কিনা, তা ছাড়া রুশ খাদ্য রপ্তানি নিয়েও উদ্বেগ আছে।
তাদের মতে, শীতকালীন শস্য, ভুট্টা ও সূর্যমুখীর বীজের মতো ফসলের ২০-৩০% হয়তো এবার বপন করাই হবে না। অথবা ফসল তোলা যাবে না।
রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গম রপ্তানিকারক, অন্যদিকে ইউক্রেন হচ্ছে এক্ষেত্রে পঞ্চম বৃহত্তম।
সব মিলিয়ে এ দুটি দেশ বিশ্বের যবের সরবরাহের ১৯ শতাংশ, গমের ১৪ শতাংশ, ও ভুট্টার ৪ শতাংশ যোগান দেয়।
সংস্থাটি বলছে, ইউক্রেনে সংঘাতের কারণে পৃথিবীতে অপুষ্টিতে ভোগা লোকের সংখ্যা ৮০ লাখ থেকে ১ কোটি ২০ লাখ পর্যন্ত বেড়ে যেতে পারে।