সিনাই উপত্যাকায় সশস্ত্র হামলা, ১১ মিশরীয় সেনা নিহত

০৮ মে ২০২২

সিনাই উপত্যাকায় মিশরীয় সেনাদের লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে সেনা কর্মকর্তাসহ মিশরীয় বাহিনীর অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তবে এখনও কোনো গোষ্ঠী হামলার দায় শিকার করেনি।

 

 দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সেনা মুখপাত্র আরও জানিয়েছেন, সন্ত্রাসীদের হামলার চক্রান্ত তারা রুখে দিয়েছেন।

 

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। তিনি সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার।


মন্তব্য
জেলার খবর