মন্তব্য
সিনাই উপত্যাকায় মিশরীয় সেনাদের লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে সেনা কর্মকর্তাসহ মিশরীয় বাহিনীর অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তবে এখনও কোনো গোষ্ঠী হামলার দায় শিকার করেনি।
দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সেনা মুখপাত্র আরও জানিয়েছেন, সন্ত্রাসীদের হামলার চক্রান্ত তারা রুখে দিয়েছেন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। তিনি সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। খবর আল জাজিরার।