এক সিনেমায় আমির-রণবীর

০৮ মে ২০২২

আমির খান ও রণবীর কাপুরকে একসঙ্গে একটি সিনেমায় নিয়ে আসছেন পরিচালক অনুরাগ বসু। ছবির আইডিয়াটা প্রাথমিকভাবে আমিরের। কিন্তু চিত্রনাট্য লেখার কাজ করছে অনুরাগের টিম। ছবিতে ভিএফএক্স-এর ব্যবহার বেশ ভালোরকম রয়েছে। তাই যতক্ষণ স্ক্রিপ্ট এবং ভিএফএক্স আউটপুট নিয়ে একশ’ শতাংশ নিশ্চিত হতে পারছেন, আমির শুট শুরু করবেন না।

 

অনুরাগ ও রণবীরের ইতিপূর্বে ‘জগ্‌গা জাসুস’-এর সময় বিবাদ বেধেছিল। রণবীর বলেছিলেন, অনুরাগের সঙ্গে কাজ করতে চান না কারণ অনুরাগ নিজের স্টাইলেই কাজ করেন। কিন্তু হয়তো আইডিয়া আমিরের বলেই আবার অনুরাগের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর