মন্তব্য
আমির খান ও রণবীর কাপুরকে একসঙ্গে একটি সিনেমায় নিয়ে আসছেন পরিচালক অনুরাগ বসু। ছবির আইডিয়াটা প্রাথমিকভাবে আমিরের। কিন্তু চিত্রনাট্য লেখার কাজ করছে অনুরাগের টিম। ছবিতে ভিএফএক্স-এর ব্যবহার বেশ ভালোরকম রয়েছে। তাই যতক্ষণ স্ক্রিপ্ট এবং ভিএফএক্স আউটপুট নিয়ে একশ’ শতাংশ নিশ্চিত হতে পারছেন, আমির শুট শুরু করবেন না।
অনুরাগ ও রণবীরের ইতিপূর্বে ‘জগ্গা জাসুস’-এর সময় বিবাদ বেধেছিল। রণবীর বলেছিলেন, অনুরাগের সঙ্গে কাজ করতে চান না কারণ অনুরাগ নিজের স্টাইলেই কাজ করেন। কিন্তু হয়তো আইডিয়া আমিরের বলেই আবার অনুরাগের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন।
আরআই