ইউক্রেনে রুশ-সমর্থিত বাহিনীর হয়ে লড়াই করতে বিদেশী ভাড়াটে যোদ্ধা আনাকে সমর্থন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মার্কিন কর্মকর্তারা মনে করেন, এসব ভাড়াটে যোদ্ধার মধ্যে শহর-এলাকায় লড়াইয়ে দক্ষ সিরিয়ান যোদ্ধা থাকতে পারে। পুতিনের কাছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু এরকম একটা প্রস্তাব দেন।
শোইগু বলেন, ইউক্রেনে যুদ্ধ করার জন্য মধ্যপ্রাচ্য থেকে স্বেচ্ছাসেবক সৈন্য আনা যেতে পারে। তিনি বলেন, রুশ-সমর্থিত সৈন্যদের সাথে মিলে যুদ্ধ করার জন্য মধ্যপ্রাচ্যে ১৬,০০০ স্বেচ্ছাসেবক তৈরি আছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের একটি ভিডিও-কনফারেন্সিং বৈঠকে পুতিন একে সমর্থন দেন এবং বলেন, রাশিয়ার উচিত এ ধরনের যোদ্ধাদের নিয়ে আসার পথ সুগম করা। তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি অভিযোগ আনেন যে তারা ইউক্রেনে যুদ্ধ করার জন্য ভাড়াটে সৈন্য নিয়ে আসার আয়োজন করছে।
এর আগে পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তা অভিযোগ করেন যে রাশিয়া - ইউক্রেনে লড়াই করার জন্য সিরিয়ানদের নিয়ে আসার চেষ্টা করছে। ওয়াল স্ট্রিট জার্নালও এক রিপোর্টে জানায় রাশিয়া সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ করছে।
সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া প্রেসিডেন্ট বাশার আসাদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মনে করা হচ্ছে, যুদ্ধে অভিজ্ঞ সিরিয়ান যোদ্ধারা ইউক্রেনের শহর এলাকায় রাস্তায় রাস্তায় যুদ্ধে অত্যন্ত কার্যকর হতে পারে।
ইউক্রেনের পক্ষেও এখন কিছু ভাড়াটে যোদ্ধা আসতে শুরু করেছে। কিছু মার্কিন ও ব্রিটিশ সাবেক সেনা ইউক্রেনে যুদ্ধ করতে আসছে বলে জানা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ১৬ হাজার বিদেশী যোদ্ধা তাদের পক্ষ হয়ে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিচ্ছে।
সূত্র : বিবিসি