লুহানস্কের একটি স্কুলভবনে রাশিয়ার হামলা

০৯ মে ২০২২

রাশিয়া ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের একটি স্কুলে হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৬০ জন নিহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 

বোমা হামলার সময় স্কুলটিতে ৯০ জন আশ্রয় নিয়েছিলেন। কাউকে জীবিত উদ্ধারের সম্ভবনা নেই বললেই চলে বলে জানিয়েছেন লুহানস্ক অঞ্চলের একজন সিনিয়র কর্মকর্তা।

 

স্কুলভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে লুহানস্কের গভর্নর সেরহিয় হাইদাই বলেন, ভবনের মধ্যে বিস্ফোরণ ঘটেছে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ ভেঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন।

 

গভর্নর হাইদাই জানান, বিলোহরিভকা গ্রামে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ বোমা ফেলে। যুদ্ধক্ষেত্র থেকে বিদ্যালয়টি ৭ মাইল দূরে অবস্থিত। স্থানীয় সময় শনিবার বিকাল ৪টা ৩৭ মিনিটে স্কুলভবনে বোমা ফেলা হয়। আগুন নেভাতে ৪ ঘণ্টা সময় লাগে। অঞ্চলটিতে ব্যাপক যুদ্ধের কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। খবর সিএনএনের।


মন্তব্য
জেলার খবর