সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন কাজল

০৯ মে ২০২২

দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়াল। ২০০৪ সালে, ‘কিউ! হো গায়া না...’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মাগাধীরা, মাত্তারান, ঠুপ্পাক্কি, সিংঘামসহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

 

এ বছরের এপ্রিলের ১৯ তারিখ মা হন কাজল। ছেলের নাম রাখেন নীল। তার ছেলের ছবি এতো দিন প্রকাশ করা হয়নি। মা দিবস উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে নিজ সন্তানের ছবি প্রকাশ করেছেন কাজল। রোববার ইনস্টাগ্রামে নীলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘যখন আমি তোর ছোট্ট হাত নিজের হাতে নিয়েছি- তোর উষ্ণ নিঃশ্বাস অনুভব করেছি। সুন্দর চোখ দুটো দেখেছি। আমি সারাজনমের জন্য ভালোবেসে ফেলেছি। তুই আমার প্রথম সন্তান। প্রথম ছেলে। আমার প্রথম সবকিছু।’

 

কাজল আরও লেখেন, ‘সামনের বছরগুলোতে আমি তোকে শেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো। কিন্তু এরইমধ্যে তুমি আমাকে বহু কিছু শিখিয়েছো। মা হতে কী লাগে তা শিখিয়েছো। নিঃস্বার্থ হওয়া শিখিয়েছো। বিশুদ্ধ ভালোবাসা কী; তা শিখিয়েছো। শরীরের বাইরেও আমার  হৃদয়ের একটা অংশ থাকতে পারে; সেটাও শিখিয়েছো। এ যাত্রা ভীতিকর মনে হয়েছে। কিন্তু তার চেয়ে বড় জিনিসটা হলো- এ যাত্রা সুন্দর। আমাকে এখনো অনেক কিছু শিখতে হবে। প্রথম এ সবকিছু শেখার সঙ্গী হওয়ায় তোমাকে ধন্যবাদ। অন্য কেউ এটা করতে পারতো না। সৃষ্টিকর্তা তোমাকে বেছেছেন। আমার ছোট্ট রাজপুত্র। তুমি আমার সূর্য। আমার চাঁদ। আমার চোখের তারা।

 

অহনা


মন্তব্য
জেলার খবর