এডিবির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

০৯ মে ২০২২

ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নসহ আঞ্চলিক সহযোগিতা বিশেষ করে কানেক্টিভিটি, বাণিজ্য সুবিধা এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ মে)  সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্ট শিক্সিন চেনের সাক্ষাতকালে এ সহযোগিতা চান। এ সময় এডিবির ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলেন, এডিবি সবসময় বাংলাদেশের পাশে থাকবে এবং গ্রাম ও নগর উন্নয়নে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতাকলে করোনা মহামারির সময় সহায়তার জন্য এডিবি’র প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জানান, করোনা সঙ্কট থেকে উত্তরণে তার সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। তাছাড়া স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছে বাংলাদেশকে। দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের অধিকতর ভালো জীবন নিশ্চিত করতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমিসহ ঘর দেওয়া হয়েছে। সরকার আরও বেশি খাদ্য উৎপাদনের কর্মসূচি হাতে নিয়েছে। কানেক্টিভিটির উন্নয়নে বাংলাদেশের দরজা উন্মুক্ত।  ১৯৬৫ সালের যুদ্ধের পর বন্ধ হওয়া কয়েকটি রুট পুনরায় চালুর কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

এ সময় করোনাকালেও অর্থনৈতিক উন্নয়ন ঘটায় বাংলাদেশের প্রশংসা করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট। বলেন, কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে। অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে। কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে। বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ করবে। তাছাড়া চলতি অর্থবছরে বাংলাদেশ ৭ শতাংশ জিডিপি অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর