ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু ২০ মে

০৯ মে ২০২২

সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে আগামী ২০ মে। পরবর্তী তিন সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এদিকে তথ্য সংগ্রহকারীসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ মঙ্গলবার থেকে শুরু হবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য বলছে, ২০০৭ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম- তাদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর ছবি, বায়োমেট্রিক ও চোখের আইরিশের জন্য নির্ধারিত কেন্দ্রে নেওয়া হবে তাদের। এ সময়ের মধ্যে ভোটাররা এলাকা স্থানান্তর করতে পারবেন। ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে। নির্ভুল ভোটার আইডি পেতে তথ্য ফরমের-২ এ নির্ভুল তথ্য দিতে হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর