হঠাৎ ইউক্রেনের যুদ্ধকবলিত এলাকায় ট্রুডো

০৯ মে ২০২২

ইউক্রেনের যুদ্ধকবলিত ইরপিন শহর পরিদর্শন করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার এক অঘোষিত সফরে শহরটি পরিদর্শন করেন তিনি। শহরটিতে ইউক্রেনে রুশ সেনা অভিযানের শুরুর ব্যপক অভিযান চালানো হয়। রুশ সেনার কিছুদিন শহরটি নিয়ন্ত্রণের রেখেছিল। খবর বিবিসির।

 

স্থানীয় মেয়র ওলেকসান্দ্র মার্কুসিন সামাজিক মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘রাশিয়ার দখলদার বাহিনী আমাদের শহরে যে তাণ্ডব চালিয়েছে, তা নিজ চোখে দেখতে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।’

 

এ বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। কানাডাসহ পশ্চিমা দেশগুলো হামলা শুরুর আগে থেকেই এর বিরোধিতা করে আসছে। রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেই যাচ্ছে তারা। এ ছাড়া ইউক্রেনকে বিজয়ী করতে পশ্চিমা দেশগুলো ব্যাপক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। কানাডাও ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করেছে।


মন্তব্য
জেলার খবর