দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার কথা শুনে মনে হয়- তিনি শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকই নন, বোধ হয় বিএনপিরও উপদেষ্টা! সোমবার (৯ মে) রাজধানী ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন।
এর আগে রোববার (৮ মে) সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেছিলেন, নির্বাচনে না আসলে বিএনপি অস্তিত্ব সঙ্কটে পড়বে। আর অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে আসবে তারা।
এদিকে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের ফেয়ার নির্বাচনের আশ্বাস দিয়েছেন। ফেয়ার নির্বাচনের একটি আওয়ামী ভারসন আছে, যেটা ১৪ বছরে দেশের মানুষ দিব্যচোখে অবলোকন করেছে। রিজভী বলেন, তারা (সরকার) আগামী নির্বাচন ইভিএমে হওয়ার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার কথা বলেছেন। এতেই জনগণ স্পষ্ট বুঝতে পেরেছে- আগামী নির্বাচন হবে মহাজালিয়াতির ও দস্যুবৃত্তির।
এমকে