বগুড়ায় ১২ মামলার নারী আসামি গ্রেফতার

০৯ মে ২০২২

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে ১২ মামলার আসামি হালিমা খাতুন (৪২) কে ২৫ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মে) রাতে শহরের উত্তর সাহাপাড়া এলাকায় নিজের বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। হালিমা পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

থানা সুত্রে জানা যায়, উত্তর সাহাপাড়া এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী হালিমা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে। বিভিন্ন সময় তাকে মাদকসহ আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ। কিন্তু জামিনে বেরিয়ে আবারো মাদক ব্যবসা শুরু করে।শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, হালিমা খাতুনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর